শাবিতে সামাজকর্ম বিভাগের ফিল্ডওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ফিল্ডওয়ার্ক নিয়ে দিনব্যাপী এক কর্মশালা আয়োজন কর হয়। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এ কর্মশালা শুরু হয়।

এতে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে একই বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সমাজকর্ম বিভাগ শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিভাগগুলোর মধ্যে একটি। তারা পুথিগত বিদ্যার বাইরে হাতে-কলমে কাজ করে দক্ষ গ্রাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সমাজকর্ম বিভাগ নিয়ে গর্বিত। আশা করি ভবিষ্যতেও তারা তাদের এই দক্ষতা ধরে রাখবে এবং বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ, স্কুল অব সোশাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভিন, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক ড. নিয়াজ আহমেদসহ আরো অনকেই উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ