ডুয়েটের সব পরীক্ষা বাতিল

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   © ফাইল ফটো

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সকল পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা বাতিলের কথা জানিয়েছে ডুয়েট। আজ (২৩ জানুয়ারি) সকাল ১০টা হতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ২৪ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠেয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষা সমূহ এবং আজ ২৩ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠেয় পোস্টগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষাসমূহ ও অন্যান্য সকল ধরনের একাডেমিক পরীক্ষা স্থগিত করা হলো।

আরো বলা হয়েছে, পরবর্তী সেমিস্টারের ক্লাস সমূহ আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইন ভিত্তিতে চালু হবে। আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খুলে দেয়া হবে। আগামী ২৪ মে থেকে শ্রেণিকক্ষে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, পূর্বের রুটিন অনুযায়ী আগামী ৩ মার্চ থেকে চলতে সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


সর্বশেষ সংবাদ