১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

ভর্তি পরীক্ষায় আঞ্চলিক কোটার প্রস্তাব প্রত্যাহার করল বশেমুরবিপ্রবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বৃহত্তর ফরিদপুর জেলার জন্য ২০ শতাংশ কোটা বরাদ্দের প্রস্তাব নাকচ করে দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই প্রস্তাব প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, ফরিদপুরের আঞ্চলিক কোটার প্রস্তাব নিয়ে ভুলবোঝাবুঝি শুরু হয়েছে। আপাতত এই প্রস্তাব নিয়ে আর অগ্রসর হব না। এ প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত সোমবার বশেমুরবিপ্রবির ২১তম একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বৃহত্তর ফরিদপুর জেলার জন্য ২০ শতাংশ কোটা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। এর পর প্রস্তাবটি প্রত্যাখান করা হয়।