দায়িত্ব নিলেন শাবিপ্রবি কর্মকর্তা সমিতির নবনির্বাচিত নেতারা
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. তাজিম উদ্দিন বলেন, ‘বর্তমানে শাবিপ্রবির গুণগত মান বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক উন্নত।বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সফল অংশিদার আমাদের উপাচার্য। তার সুযোগ্য নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান।’
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রাখতে উপাচার্যের নেতৃত্বে সকল কর্মকান্ডে কর্মকর্তাদের একযোগে কাজ করার আহবান জানান তিনি। পাশাপাশি কর্মকর্তাদের ন্যায্য দাবি নিয়ে প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে বলে কমিটির নেতৃবৃন্দদেরকে আশ্বাস প্রদান করেন তিনি।