দু-তিন বছরে শাবিপ্রবির চেহারা পরিবর্তন হয়ে যাবে: উপাচার্য
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শারীরিকভাবে অসমর্থ শিক্ষার্থী এবং বয়োজেষ্ঠ্য শিক্ষকদের চলাচলের জন্য দুটি ক্যাপসুল লিফটের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এবং ‘ই’ তে লিফট দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আমাদের অনেক শিক্ষক-শিক্ষার্থী সিড়ি দিয়ে চলাচল করতে পারে না। তাদের সুবিধার্থে এই দুটি লিফট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে আমরা আরো দুটি লিফট স্থাপন করব।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে শাবিপ্রবি সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল। ইতোমধ্যে গবেষণার মানের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আমরা দেশ সেরা।’ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘আগামী দু-তিন বছর পর এই বিশ্ববিদ্যালয়ের চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে।’
এসময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।