চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বপ্নোত্থান

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি  © টিডিসি ফটো

চা শ্রমিকদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। মৌলভীবাজারের কুলাউড়ায় ও দিলদারপুর টি এস্টেট এলাকায় প্রথম ধাপে ১০০টি পরিবারকে নতুন কম্বল এবং আনুমানিকক ৬০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তারা।

শুক্রবার ( ২২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পন সিংহ এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২০’ এর মাধ্যমে শীতবস্ত্র সংগ্রহ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতবস্ত্র সংগ্রহের পাশাপাশি অর্থও সংগ্রহ করেন তারা।

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, ‘স্বপ্নোত্থান তার জন্মলগ্ন থেকেই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় আমরা এ বছরও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করছি। আমাদের বাকি অনুষ্ঠানগুলোর মতো এ অনুষ্ঠানেও সকলে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের সহযোগিতায় আমরা প্রথম ধাপের বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।’

সভাপতি মো. মোছাদ্দেক হাসান জানান, ‘করোনা পরিস্থিতিতে সিলেটে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও সকলের সহযোগিতায় আমরা এবারের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন স্থানে আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে না পারলেও, অনেকে নিজ উদ্যোগে ভার্সিটি গেটে রাখা আমাদের উষ্ণতার বাক্সে কাপড়গুলো পৌঁছে দিয়েছেন। স্বপ্নোত্থানের এই আয়োজনে পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

উল্লেখ্য, শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে শীতবস্ত্র সংগ্রহের অভিযান শুরু করে সংগঠনটি ।


সর্বশেষ সংবাদ