বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবির ১৩৯ জন শিক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২০-২১ অর্থবছরের জন্য মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৩৯ জন শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাবিপ্রবির ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৯ জন শিক্ষার্থী এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১০০ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে মোট ৩২৪৯ জনকে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে।

হাবিপ্রবি থেকে ফেলোশিপে জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

তিনি বলেন, আমি শুরু থেকেই এ বিশ্ববিদ্যালয়কে গবেষণাসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। এর প্রেক্ষিতে বেশ কিছু কাজ দৃশ্যমান হয়েছে আর কিছু কাজ চলমান রয়েছে। আশা করি সব কিছু সময়ের সাথে সাথে দৃশ্যমান হবে। আমাগীতে হাবিপ্রবি থেকে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী গবেষণার জন্য এ বৃত্তি পাবে সেই প্রত্যাশা করি।


সর্বশেষ সংবাদ