শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের উষ্ণতার অভিযান শুরু
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ PM
প্রতিবারের মতো এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। সে ধারাবাহিকতায় গত শনিবার (২৬ ডিসেম্বর) থেকে শীতবস্ত্র সংগ্রহের অভিযান শুরু করেছে সংগঠনটি।
সোমবার (২৮ ডিসেম্বর) সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পন সিংহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের সমাজে এমনকিছু মানুষ রয়েছে যারা ঠিক মতো দু’বেলা খেতেই পারেনা, তাদের কাছে গরম কাপড় কেনা বিলাসিতা। স্বপ্নোত্থান বরাবরই চেষ্টা করে শীতের মৌসুমে সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই লক্ষ্যে গত ২৬ ডিসেম্বর থেকে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিজান ২০২০’ শিরনামে শীতবস্ত্র এবং অর্থসাহায্য সংগ্রহ শুরু করে স্বপ্নোত্থান।
স্বপ্নোত্থানের সভাপতি মো. মোছাদ্দেক হাসান বলেন, আমাদের সংগঠনের সেচ্ছাসেবীরা তাদের আশেপাশের মানুষের কাছ থেকে শীতের পুরাতন কাপড় সংগ্রহ করে সমাজের হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিবে। সেই সাথে সকলের কাছে আহবান থাকবে তাঁরা যেনো এই অসহায় পরিবারগুলোর মাঝে কম্বল এবং শীতের কাপড় বিতরণ এর জন্য আর্থিক সহায়তা করে পাশে থাকেন।
এছাড়াও আগামী ১৫ জানুয়ারির মধ্যে স্বপ্নোত্থান সেচ্ছাসেবীরা শীত বস্ত্র বিতরণ সমাপ্ত করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।