শাবি প্রেসক্লাবের সঙ্গে স্বপ্নোত্থানের সৌজন্য সাক্ষাত
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৫:৩০ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০, ০৫:৩০ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ সাক্ষাত করেন তারা।
এসময় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের সভাপতি মো. মোসাদ্দেক হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন টিপু, প্রধান সমন্বয়ক বিদ্যুৎ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় মজুমদার, প্রচার সম্পাদক মইবাম দর্পন সিংহ, চ্যারিটি উইং সমন্বয়ক মো. নাঈম সরকার, ব্লাড উইং সমন্বয়ক আব্দুস সালাম ও স্কুল উইং সমন্বয়ক মো. রমজান মিয়া।
এছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাজীব হোসেন, কোষাধ্যক্ষ নাজমুুল হুদা, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম, রাশেদুল হাসান এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বপ্নোত্থানের সভাপতি মোসাদ্দেক হাসান বলেন, স্বপ্নোত্থান সবসময় সমাজে অবহেলিত মানুষ, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। আমরা সমাজের চ্যালেঞ্জিং কাজগুলোকে নতুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যেসব মানুষদেরকে সমাজের মানুষরা ভিন্ন চোখে দেখে আমরা তাদের নিয়ে কাজ করতে চাই। আমরা চাই তারাও যেনো নিজেদের মতো করে বেড়ে উঠে। নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল হয়ে উঠে। তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।
এসময় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডসহ যেকোন ধরণের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’