২১ ডিসেম্বর ২০২০, ১৭:০৯

হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

  © ফাইল ফটো

আগামী বছরের প্রথম সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

আজ সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে জানুয়ারি ৭ থেকে ১৫ তারিখের মধ্যে পরীক্ষা গ্রহণের জন্য বলা হয়। দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক অধ্যাপক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সভায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এছাড়া বিদেশী শিক্ষার্থীদের হাবিপ্রবিতে এসে সরাসরি পরীক্ষা দিতে হবে বলে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদেশী শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করতে পারবে।

এদিকে হাবিপ্রবির ১৬ ব্যাচ থেকে শুরু করে উপরোক্ত সকল ব্যাচের পরীক্ষা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

১৬ ব্যাচের শিক্ষার্থী মো. জুয়েল রানা বলেন, শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল ডীন মহোদয়কে ধন্যবাদ জানাই। দীর্ঘ আন্দোলনে যারা সাথে ছিলেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দকে ধনবাদ জানাচ্ছি। সেই সাথে সকল বড় ভাই ও স্নেহের অনুজদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, অসামাপ্ত মিডটার্ম পরীক্ষা, কুইজ ও উপস্থিতির নাম্বার সমূহ অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যয়ন করার ব্যাপারে শিক্ষার্থীরা দাবি জানালেও কেবলমাত্র কুইজ পরীক্ষা ও উপস্থিতির জন্য অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যয়ন করতে একাডেমিক কাউন্সিল অনুমোদন দেয়। এ বিষয়ে আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অকার্যকর ফি মওকুফের ব্যাপারে জানতে চাইলে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস বলেন, হাবিপ্রবির উপাচার্য মহোদয় অকার্যকর ফি সমূহ মওকুফের ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন। আশা করা যায় বেশ কিছু অকার্যকর ফি মওকুফ করা সম্ভব হবে।