বিভাগ পরিবর্তনকারী ইউনিট রাখতে হাবিপ্রবি উপাচার্যকে চিঠি ভর্তিচ্ছুদের
গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়গুলাে রেখেই বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়ার জন্য আবেদন জানিয়েছেন ভর্তিচ্ছুরা। এছাড়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে দিনাজপুরের হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্যকে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চিঠি দিয়েছেন তারা।
চিঠিতে তারা লিখেছেন, ‘আমরা যারা ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার, ২০২০-২১ সেশনে বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক তারা মানসিকভাবে নানা হীনমন্যতায় ভুগছি। গুচ্ছ ভর্তি পরীক্ষায় জবি ভিসি স্যারের অযৌক্তিক নিয়মের জন্য আজ আমরা দিশেহারা হয়ে পড়েছি। ঢাবিসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এই তিন বিষয়ের মাধ্যমে বিভাগ পরিবর্তনের নিয়ম ছিল। কিন্তু জবির ভিসি স্যার গুচ্ছতে যে নিয়মটি চালু করতে যাচ্ছেন তা সম্পূর্ণ অযৌক্তিক।’
তারা বলেন, ‘আমরা সেকেন্ড টাইমাররা গত দেড় বছর যাবত বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছি। ফলে হঠাৎ এ সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ আধারময় করে তুলেছে। আর এসব সিদ্ধান্ত কমপক্ষে এক বছর আগে থেকে জানানাে উচিত ছিল। তাহলে আমরা পূর্ণাঙ্গ প্রস্ততি গ্রহণ করতে পারতাম। দুই থেকে তিন মাসে বিজ্ঞান বিভাগের বিষয়গুলাে পড়া সম্ভব না।’
তারা তিনটি দাবি জানিয়েছেন। এরমধ্যে রয়েছে, আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট (ঢাবির মত বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর); মানবিকের সাথেই বিভাগ পরিবর্তন (রাবি, খুবি ও হাবিপ্রবির মতো) এবং নিজ বিভাগেই বিজ্ঞান বিভাগের সাথে (বাংলা+ইংরেজি+সাধারণ জ্ঞান) রেখে পরীক্ষা নেয়া।
চিঠিতে স্বাক্ষর করেছেন, ভর্তিচ্ছু তানজিম, শাহরিয়ার, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, ওয়ালিদ, মাসুম রেজা, তানজিলা মুনতাসির, তৌসিফ ও সামান্তা।