স্বাধীনতাবিরোধী শক্তির দেশের উন্নয়ন সহ্য হয় না: ডুয়েট উপাচার্য
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভাস্কর্যের বিরোধিতার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান ও অবজ্ঞা প্রদর্শন এবং কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে এ মানববন্ধন আহবান করে ডুয়েট শিক্ষক সমিতি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রেজিস্টার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানসহ শিক্ষক ও কর্মচারীরা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তিই দেশের ক্ষতি সাধনের সব সময় তৎপর। দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তৈরি পদ্মা সেতু আমাদের দেশের জন্য আরও একটি স্বাধীনতা। স্বাধীনতাবিরোধী শক্তিরা এ উন্নয়ন সহ্য করতে না পেরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মেতে উঠেছে। অতিদ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল হোসেন বলেন, ‘ত্রিশ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা মানে স্বাধীনতার বিরোধিতা করা, ত্রিশ লাখ শহীদের বিরোধিতা করা।’
ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষকরা এ সময় বক্তব্য রাখেন। এসময় সবাই ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।