গবেষণায় ফুল ব্রাইট স্কলারশিপ পেলেন শাবি শিক্ষক
গবেষণায় ফুল ব্রাইট স্কলারশিপে আমেরিকার ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’তে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
ভূ-অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে ভবিষ্যতে বাংলাদেশ ভূমিকম্পের সম্মুখীন হওয়ার সম্ভাবনা এবং ভূমিকম্প পরবর্তীকালে ক্ষয় ক্ষতির আশঙ্কা বিষয়ে গবেষণা করতে সাত মাসের জন্য সেখানে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম’ এর আওতায় বাংলাদেশের ৫ জন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে এবছর ফুলব্রাইট স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, বার্মিজ প্লেটের নিচে ভারতীয় প্লেটের তির্যক সাবডাকশন দ্বারা আরোপিত ভূমিকম্পের আশঙ্কা অবহিত করে বাংলাদেশে বিকৃতি পরিমাপ করার জন্য এ স্কলারশিপে আমাকে নির্বাচিত করা হয়েছে।