এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করলো ডুয়েট
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকার কারণে তার এই ভর্তি বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে তা জানানো হয়।
ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীর নাম মােঃ আহসান হাবীব মুকুল। তিনি বিশ্ববিদ্যালয়ের তড়িত ও ইলেক্ট্রনিক কৌশল বিতাগের ২০১৮-১৯ সেশন এবং ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।
এতে বলা হয়, গত ০৭ জুলাই অনুষ্ঠিত এক প্রতি কাউন্সিলের ৬৭তম সভার সিদ্ধান্ত মােতাবেক মােঃ আহসান হাবীব মুকুল (স্টুডেন্ট নং-১৫২০৪৪) অধ্যয়নরত অবস্থায় চাকুরী করার কারণে দীর্ঘদিন ক্লাশে অনুপস্থিত থাকায় তার ভর্তি বাতিল করা হইল
এতে আরো উল্লেখ করা হয়, নিয়মানুযায়ী শিক্ষার্থীর নিকট হইতে বিশ্ববিদ্যালয়ের সমুদয় পাওনা পরিশােধ ও ক্লিয়ারেন্স দাখিলের পর তাহার জামানতের টাকা ও মূল সনদপত্র/কাগজপত্র ফেরত প্রদান করা যাইতে পারে।