০৭ ডিসেম্বর ২০২০, ১৬:৫৬

শাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতার শুরু

শাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতার শুরু  © টিডিসি ফটো

‘আমার চোখে মুক্তিযুদ্ধ’ শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক নির্মিত চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতার আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’। চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ত্বরান্বিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে সংগঠনটি।

মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ে অনেকেই তার রিভিউ দিলেও হাতেগুণা কয়েকটি চলচ্চিত্র ছাড়া বাকি চলচ্চিত্রের রিভিউ দিতে দেখা যায় না কাউকেই। তাই ‘চোখ ফিল্ম সোসাইটি’ ভিন্ন আঙ্গিকে এই রিভিউ প্রতিযোগিতার আয়োজন করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ফাহিম আল হৃদয়।

আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল শনিবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতিযোগিরা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত তাদের রিভিউ পোস্ট করতে পারবেন। ২১ ডিসেম্বর সেরা তিনজন প্রতিযোগিকে বাছাই করে মুক্তিযুদ্ধ বিষয়ক বই দিয়ে পুরষ্কৃত করা হবে।

ফাহিম আল হৃদয় বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিযোগিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত চলচ্চিত্রের রিভিউ দিতে হবে। কপি করা ব্যতীত প্রতিযোগিরা বাংলা বা ইংরেজি যেকোন ভাষায় এক বা একাধিক রিভিউ দিতে পারবে। এতে তারা তাদের ইচ্ছামতো শব্দ ব্যবহার করতে পারবে।

হৃদয় জানান, রিভিউ লেখা শেষে তা চোখ ফিল্ম সোসাইটির ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করতে হবে। এক্ষেত্রে শুরুতে চলচ্চিত্রের নাম, পরিচালক, মুক্তির সাল ও পোস্টে সেই চলচ্চিত্রের পোস্টার বা স্থিরচিত্র থাকতে হবে এবং পোস্টে #আমারচোখেমুক্তিযুদ্ধ লিখা বাধ্যতামূলক।