পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

অনার্স ফাইনাল ইয়ারের চূড়ান্ত পরীক্ষার দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা ক্যাম্পাসের ভিতরে আন্দোলন করতে করতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে আমরা ক্যাম্পাসের ভিতর থেকে মহাসড়কে উঠে এসেছি।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মাগফারুল হাসান আব্বাসী, এ্যাসিলেন্ড এবং আমি ঘটনা স্থলে আবস্থান করছি। ছাত্ররা এখনো মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসাাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।