১৯ নভেম্বর ২০২০, ১৬:৫০

হাবিপ্রবি ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডীন অধ্যাপক সাজ্জাদ

  © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন সরকার।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের অনুমোদনক্রমে রেজিস্টার বীর মুক্তযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন পদে অধিষ্ঠিত অধ্যাপক ড. মারুফ আহমেদ ফুড প্রসেসিং এ্যান্ড প্রিজারভেশন বিভাগের ডিন পদের কার্যকাল ১৮.১১.২০২০ তারিখ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৫) ধারা মূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগণের মধ্য হতে আবর্তনক্রম অনুযায়ী পরবর্তী দুই (২) বছরের জন্য ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন সরকারকে শর্তসাপেক্ষে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন পদে নিয়োগ প্রদান করা হলো। আগামী ৩(তিন) বছর তিনি ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ।

ডিনের দ্বায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আমার আজকের অবস্থানে আসতে যেসকল মানুষের অবদান রয়েছে তাদের সকলকে স্মরণ করছি। পাশাপাশি আমার সম্মানিত পিতা-মাতা, সম্মানিত শিক্ষক মন্ডলী সহ সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাই। ইঞ্জিনিয়ারিং অনুষদকে এগিয়ে নিতে আমি সকলের সহায়তা ও দোয়া প্রার্থনা করছি।

অধ্যাপক সাজ্জাদ বলেন, আমি জানি ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের অনেক সমস্যা আছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সময়ের সাথে সাথে সমাধান করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর আস্থা রাখার জন্য। আমার চেষ্টা থাকবে ইঞ্জিনিয়ারিং অনুষদকে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণার খাতকে আরো বেশি সমৃদ্ধশালী ও প্রসার করা।

নতুন ডিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনুষদীয় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সাধারণ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার উদ্ভাবিত ‘টু স্টেজ গ্রাইন ড্রায়ার’ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তার উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ে, স্বল্প খরচে বৈরী আবহাওয়াতে ভুট্টা ও গম শুকানো যাচ্ছে।