১৭ নভেম্বর ২০২০, ১৫:০৩

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

হাবিপ্রবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক   © টিডিসি ফটো

দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাতকে সভাপতি এবং দৈনিক আনন্দবাজার পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবির আল রাশিক (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সাধারাণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির (বাংলা ট্রিবিউন), সাংগঠনিক সম্পাদক সোয়াদুজ্জামান সোয়াদ (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার সোহাগ (দৈনিক সমাচার), দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ (জুম বাংলা)। কমিটির কার্যকরী সদস্যরা হলেন মোঃ আবু সাহেব (ক্যাম্পাস লাইভ ২৪),হাবীবুর রহমান (আলোকিত সময়), মাসুদ রানা (দ্যা ক্যাম্পাস ২৪) ও সন্মানিত সদস্য সাদিকুর রহমান উজ্জ্বল (দৈনিক অধিকার)।

সমিতিতে আজীবন সদস্য হিসেবে থাকবেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব এবং প্রতিষ্ঠাতা সভাপতি মুহিউদ্দিন নুর ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা থাকছেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম (পদাধিকার বলে)। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, দৈনিক যুগান্তরের প্রতিনিধি একরাম তালুকদার ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন।

আজ মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল ১১ টায় জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত এক ভার্চুয়াল এক সভায় কমিটি ঘোষণা করা হয়। সকলের পক্ষে কমিটি ঘোষণা করেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি সাংবাদিকরা নৈতিকতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। প্রশাসনের ভুল ভ্রান্তি থাকলে তা তুলে ধরবে। আমরা পরবর্তিতে উক্ত সমস্যা সমূহ নিরসনের লক্ষ্যে কাজ করবো। যেকোনো যৌক্তিক দাবি তুলে ধরতে সাংবাদিকের বিকল্প নেই। তাই হাবিপ্রবির সার্বিক উন্নতিতে হাবিপ্রবি সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাশে থাকবে বলে প্রত্যাশা করি।’

উল্লেখ্য যে, এটি হাবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় মেয়াদের কমিটি । কমিটির গঠণের পূর্বে গত ১৫ নভেম্বর অনলাইনে যেসকল পদে প্রতিদ্বন্দীতা ছিলো সেই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।