ডুয়েটে ‘হাল্ট প্রাইজ’-এর যাত্রা শুরু, থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এ বছর শুরু হতে যাচ্ছে তরুণদের ‘নোবেল প্রাইজ’ খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’। যেখানে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী টিম-কে ১মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি দেওয়া হয়।
প্রথম বারের মত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ‘হাল্ট প্রাইজ’-এ অংশ নেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী অন্যান্য হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
চলমান মহামারী পরিস্থিতির কারণে প্রার্থীদের অনলাইনে ভাইভা গ্রহণের মাধ্যমে গত (২৮ অক্টোবর) ২৬ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক কমিটি ঘোষণা করা হয়।‘হাল্ট প্রাইজ ফাউন্ডেশন-ডুয়েট’ এর মেন্টর হিসেবে রয়েছেন মোঃ রাকিবুল ইসলাম, (সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ)।
এছাড়াও আরো রয়েছেন মোঃ সুমন মিয়া(সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ), ইঞ্জিনিয়ার অম্লান কুমার দত্ত(ডেপুটি ম্যানেজার, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লক্ষীপুর) এবং চীফ এডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন ড.মোহাম্মদ কামরুজ্জামান ( অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ, ডুয়েট) ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুগোল মালো এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন বস্ত্র কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী "মো. জিহাদী হাসান জুবেল"।
এছাড়াও এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন রতন কুমার সাহা; প্রণয় সাহা; মো. সোহেল রানা; মো. আহসান হাবিব; যারিন তাসনিম তামান্না; মো. বেলাল হোসেন; হৈমন্তী কবিরাজ স্নেহা; মেহেদী হাসান; মনিকা সুলতানা হিরা; জেরিন আক্তার সুমা; মো. রিয়াদ আহমেদ; হাবিবা আক্তার; উজ্জল কুমার; ফারজানা আক্তার; সাইফুল্লাহ মাহমুদ; মো. আশরাফুল ইসলাম; মো. সুজন সরকার; সুদীপ পাল; সুদীপ কুমার বিশ্বাস; আমিনুর রহমান ; এস. এম. সাহেদুর রহমান; মোঃ মুন্না গাজী; সিদরাত মুনতাহা নুর প্রান্ত; সাহাব উদ্দিন রানা; নুরুজ্জামান নুর।
উল্লেখ্য, ২৫ টি দেশের ১,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে ২০০৯ সালে হাল্ট প্রাইজের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালে "অ্যামেরিকার ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন" হাল্ট প্রাইজে যোগ দেন। ২০১২ সালে নোবেল পুরষ্কার বিজয়ী "ড. মো. ইউনুস" হাল্ট প্রাইজে যোগদান করেন।