১৩ নভেম্বর ২০২০, ২২:৩০

মোটরসাইকেলের আঘাতে হাবিপ্রবি কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক

লোগো  © ফাইল ফটো

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের আঘাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অফিস সহায়ক মো. হবিবুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের নশিপুরের ফার্মেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে চলন্ত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে হাবিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রমিহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সার্বিক বিষয়ে খোঁজ নিতে সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলাম। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনয় গভীর শোক প্রকাশ করেছেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ কর মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। আগামীকাল সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।