দূূর্গাপূজার ছুটিতে রাবিপ্রবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এবারের দূর্গাপূজা উপলক্ষে মোট তিন দিনের অফিসিয়াল ছুটিতে যাচ্ছে রাবিপ্রবি প্রশাসন। যদিও সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীবৃন্দ মোট নয় দিন ছুটি পেতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সমস্ত অনলাইন ক্লাস, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।

দূর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জুয়েল সিকদার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এবারের দূর্গাপূজা সবার আনন্দের সাথে কাটুক এটাই প্রত্যাশা করি। পৃথিবী খুব তাড়াতাড়ি করোনামুক্ত হয়ে উঠুক।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রণজ্যোতি চাকমা বলেন, আমি আমাদের সিএসই বিভাগের তথা সকল সন্মানিত শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। প্রার্থনা করছি, যেন পৃথিবীতে সকল অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির বিকাশ ঘটে।

দূর্গাপূজার ছুটি শেষে অনলাইন ক্লাসের মাধ্যমে আবারো মূল কার্যক্রম শুরু করবে রাবিপ্রবি।


সর্বশেষ সংবাদ