ডেঙ্গু জ্বরে কেড়ে নিল মাভাবিপ্রবি ছাত্রীর প্রাণ

  © ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সিনিয়া আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)

গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ডেলটা লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ সপ্তাহ থেকে জ্বরে ভুগছিল সিনিয়া আক্তার। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ।

মোঃ শামীম রেজার এক মেয়ে ও দুই ছেলের মধ্যে সিনিয়া আক্তার বড়। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

সিনিয়া আক্তারের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দী থানার রৌহাদহতে। সেখানেই স্থানীয় কবরস্থানে আজ সকাল সাড়ে ১১টায় তাকে দাফন করা হয়েছে।