০৯ অক্টোবর ২০২০, ০০:৪১

আবরারের স্মৃতিস্তম্ভ ভাঙা নিয়ে কড়া প্রতিবাদ ডা. জাফরুল্লাহ’র

আবরার স্মরণে স্মৃতিস্তম্ভ

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের স্মৃতিতে নির্মিত ‘আট স্তম্ভ’ ভেঙ্গে ফেলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

আবরারের স্মৃতিস্তম্ভ ভাঙ্গাকে পৈশাচিক উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের আগের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। যাদেরকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছে, সে আধিপত্যবাদেরা এখনো সক্রিয়। তাদেরকে খুশি করার জন্যই আবরারের স্মৃতি স্তম্ভটি ভাঙ্গা হয়েছে। শিক্ষাঙ্গনে ঢুকে সেখানে মেধাশূন্য করার জন্য যারা সক্রিয় রয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।