এবার বাঁশ দিয়ে আবরারের স্মৃতিস্তম্ভ, ফের ভাঙল পুলিশ

বাঁশ দিয়ে নির্মিত আবরারের স্মৃতিস্তম্ভ
বাঁশ দিয়ে নির্মিত আবরারের স্মৃতিস্তম্ভ  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ। গতকাল বুধবার ভেঙে ফেলা স্মৃতিস্তম্ভ আজ বাঁশ দিয়ে নির্মাণ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে নির্মাণের পর ফের সেটি ভেঙে ফেলা হয়।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ছিল। সেজন্য তার স্মৃতি ও চেতনা সমুন্নত রাখতে আবরার স্মরণে প্রতীকী শহীদ মিনার নির্মাণ করেন। রাতে সেটি পুলিশ ভেঙে ফেলে। আজ আবার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বাঁশ দিয়ে সেটি পুনরায় নির্মাণ করে। বৃহস্পতিবার রাতে নির্মাণ করা সেই স্মৃতিস্তম্ভ আবারও ভেঙে ফেলেছে পুলিশ।

নির্মিত স্মৃতিস্তম্ভে পুলিশ

 

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যতবার আবারের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হবে আমরা তত বাড়ই এটি নির্মাণ করবো। কারো আগ্রাসন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। জেলায় জেলায় আবরারের স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে হত্যার শিকার হন আবরার ফাহাদ।


সর্বশেষ সংবাদ