ধর্ষকের বিচার চেয়ে গ্রীন ভয়েসের ৭ দফা দাবি

গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস,বহ্নিশিখা দিনাজপুর জেলা শাখা উদ্যোগে ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১০ টায় দিনাজপুর প্রেসক্লাব, কালিতলা এর সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ও দিনাজপুর সরকারি কলেজ শাখার সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। আধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার অপসংস্কৃতিই অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে। আজ যদি দলমত নির্বিশেষে অপরাধীদের বিচার হইতো, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হতো তাহলে দ্বিতীয়বার কেউ অপরাধ করার সাহস দেখাতে পারতো না।

বক্তারা আরও বলেন, ১৯৭১ সালে এদেশের মুক্তিবাহিনীরা কি কুলাঙ্গার, নরপিশাচ পাকবাহিনীর বিরুদ্ধে এমন বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেছিল। নিশ্চয় না! তাহলে কেন আজ স্বাধীন সার্বভৌম দেশে আমাদের মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবেনা,কেন আজ তাদের ধর্ষিত হতে হবে। ধর্ষকদের কোন পরিচয় থাকতে পারে না, তাদের কোন বাবা নাই, মা নাই, বোন নাই তারা যাযাবর তারা নরপিশাচ তারা কুলাঙ্গার তারা নপুংসক। এ সময় সকলে "চলো যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

এরপর কেন্দ্রীয় গ্রীন ভয়েসের প্রেরিত ৭ দফা দাবি তুলে ধরেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাজমুল হুদা।

সাত দফা দাবির মধ্যে রয়েছে- ধর্ষণের বিচারের জন্য দ্রুত আলাদা ট্রাইব্যুনাল গঠন; সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যেকোন ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং গণধর্ষণ এর ক্ষেত্রে প্রকাশ্য ফাঁসি দিতে হবে; ১৮ বছরের নীচে কোন কিশোর/কিশোরী ধর্ষিত হলে তার পড়াশুনা, চিকিৎসাসহ সকল দায় ভার রাষ্ট্রের নিতে হবে; ধর্ষণ মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এবং রায় দ্রুত কার্যকর করতে হবে; ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ বলে ঘোষণা করতে হবে; আগামী তিন মাসের মধ্যে পূর্বে সংগঠিত সকল ধর্ষণ মামলার বিচারের কাজ নিষ্পত্তি করতে হবে; কোন ধর্ষণ মামলায় প্রশাসনের কারো স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে কিংবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস দিনাজপুর জেলা শাখার সম্বনয়ক মোঃ আব্দুল মান্নান, হাবিপ্রবি গ্রীন ভয়েস শাখার সদস্য আফরিন হাবিব, দিনাজপুর সরকারি কলেজ শাখার সদস্য সাজিয়া আফরিন সহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ