০৭ অক্টোবর ২০২০, ১৮:১৮

চুয়েটে ১৮ অক্টোবর থেকে অনলাইন ক্লাস শুরু

চুয়েট  © ফাইল ফটো

অবশেষে দীর্ঘ সাত মাস পর ক্লাসে ফিরছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তবে এ ক্লাস তারা ঘরে বসেই অংশ নিতে পারবেন। আগামী ১৮ অক্টোবর ( রবিবার) থেকে ভার্চুয়াল মাধ্যমে ক্লাস শুরু করবে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।

রবিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চুয়েট রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেয়া হবে। ক্লাসের রুটিন নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে সংযুক্ত নীতিমালায় বলা হয়, প্রতি লেভেলে সপ্তাহে সর্বোচ্চ ৪ দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। উপস্থিতির উপর থাকছে শতাংশ নম্বর। এছাড়া ক্লাস টেস্ট ও অ্যাসাইনমেন্ট উভয়ের উপর থাকছে ১০% নম্বর।

এর আগে বুধবার সকালে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান ও হল প্রভোস্টের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, অনলাইনে কোনো প্রকার টার্ম ফাইনাল পরীক্ষা হবে না। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসার পর সুবিধাজনক সময়ে টার্ম ফাইনাল পরীক্ষা নেয়া হবে। ছুটি বাড়লে প্রয়োজনে দুই টার্মের পরীক্ষা একত্রে নেয়া হবে।