০৬ অক্টোবর ২০২০, ১৭:৫০

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন শাবিপ্রবি শিক্ষার্থীদের

ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি  © টিডিসি ফটো

দেশের বিভিন্ন স্থানে বিরামহীনভাবে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা ।

এসময় শিক্ষার্থীরা হাতে ‘আর কোন দাবি নাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘যে ইজ্জতের দামে স্বাধীনতা পেলাম সে ইজ্জত যদি দেশের কুলাঙ্গারগুলো কেড়ে নেয় তাহলে স্বাধীনতার মানে কী’, সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধন পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উজ্জ্বল দাস চিনু, অমিতাভ গোস্বামী নিলয়, শাহরিয়ার স্বপন এবং সুমা ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবী জানানোর পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারীনির্যাতনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।