ডুয়েটের উপাচার্যের দায়িত্বে রেজিস্ট্রার অধ্যাপক আসাদুজ্জামান

অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী
অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী  © টিডিসি ফটো

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে কর্মরত রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখবেন।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর উপাচার্য পদ বর্তমানে শূন্য থাকায় পরবর্তী নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন গত ২৭ আগস্ট দু’দফায় ৮ বছর ভিসির দায়িত্ব পালন শেষ করেন।


সর্বশেষ সংবাদ