ধানক্ষেতে পড়ে ছিল হাবিপ্রবি ছাত্র, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

  © সংগৃহীত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭তম ব্যাচের সুমন রায় সিধু নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।

সিধু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। তার বন্ধুরা জানিয়েছেন, সিধু আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো পরিষ্কার কোন তথ্য পাওয়া যায়নি।

তবে অনেকেই বলছেন, সিধু একসাথে পাঁচটি গ্যাসের ট্যাবলেট খেয়ে ধানক্ষেতে দীর্ঘক্ষণ পড়েছিলেন। এরপর তাকে প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তার এই আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

শফিউল আজম অপু নামে তার এক বন্ধু লিখেছেন, ‘ডিপার্টমেন্টে স্যার যখন সুইসাইড পড়াচ্ছিলেন, তখন তুই বেশি টপিকটা নিয়ে কোশ্চেন করেছিলি! শেষ পর্যন্ত নিজেই চুজ করে নিলি সেই অন্ধকার পথ! কিসের এতো দুঃখ ছিলো রে ভাই? দুঃখ কি ভাগাভাগি করা যেতো না!’

আরো লিখেছেন, ‘লকডাউনের আগে হলের ছাদে এতো প্ল্যান শেয়ার করেছিলি! কই এমন অদ্ভুত চিন্তার কথাতো বুঝতেই দিসনি! ভালো থাকিস! সুমন রায় সিধু, 1709492।’

রায়হান হাসান নামে আর এক শিক্ষার্থী জানান, ‘সুইসাইডের সঠিক কারণ জানি না, একদম মানতে পারছি না। গতবছর বাবা মারা গেলো, ভাইয়ের বাড়িতেও গিয়েছিলাম আমরা আগে। হাসিখুশি একটা মানুষ ছিলেন। দেখলেই কথা বলতেন।’

উল্লেখ্য, আর্থিক সংকটের কারণে গত বছর চিকিৎসার অভাবে তার ক্যান্সারে আক্রান্ত বাবা মারা যান বলে জানা গেছে। বাবা মারা যাওয়ার পর তিনি তার মায়ের সাথেই থাকতেন।


সর্বশেষ সংবাদ