০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:২০

বাইর থেকে নয়, ডুয়েট থেকে উপাচার্য নিয়োগের দাবি

  © ফাইল ফটো

বাইর থেকে নয় বরং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই নতুন উপাচার্য চায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) কো-কারিকুলার এক্টিভিটিসে জড়িত ১৫টি সংগঠন। অনলাইনে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে আজ শুক্রবার এ দাবি জানিয়েছেন তারা। এ নিয়োগে জ্যেষ্ঠতা না দেখে যোগ্যতার ভিত্তিতে ডুয়েট থেকে পাশ করা শিক্ষকদের অধিক প্রাধান্য দেওয়ার অনুরোধ জানানো হয়।

আলোচনায় সংগঠন সমূহের দায়িত্বশীল প্রতিনিধিরা বলেন, ‘‘প্রকৌশল শিক্ষা অঙ্গনে ডুয়েট একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমধিক পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতির উন্নয়নে ডুয়েটের প্রকৌশল শিক্ষাবিদগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তাই, অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয় বরং ডুয়েটে কর্মরত যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে’’।

তারা বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের চলমান ভারসাম্যতা নষ্ট হবে। শিক্ষকদের মধ্যেও বিভাজন সৃষ্টি হতে পারে। যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্থ করবে।

সংশিষ্ট শিক্ষকরা মনে করেন, শিক্ষার্থীদের চলমান সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সমাধান করা, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে ডুয়েটের অবস্থান আরো দৃঢ় করা, ডুয়েটকে গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করা এবং চলমান অবকাঠামোগত উন্নয়নকে আরো গতিশীল করতে ডুয়েটের যোগ্য শিক্ষকদের মধ্য হতেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া জরুরী।

আলোচনা সভায় অংশ নেওয়া সংগঠন গুলো হলো- ডুয়েট ক্যারিয়ার এন্ড রিসার্স ক্লাব, ডুয়েট সিআর ফোরাম,ডুয়েট সাংবাদিক সমিতি, ডুয়েটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "সৃজনী",ডুয়েট রোবটিক্স ক্লাব,ডুয়েট স্পোর্টস ক্লাব,ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারস,আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারস,ডুয়েট ডিবেটিং সোসাইটি, ডুয়েট কম্পিউটার সোসাইটি, ডুয়েট ইনোভেশন সোসাইটি,ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব - ডুয়েট, ডুয়েট ফটোগ্রাফি এন্ড টুরিস্ট সোসাইটি,ডুয়েট সাহিত্য সংসদ ও স্থাপত্যের দুয়ার।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ডুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য পদে শূন্যতার সৃষ্টি হয়।