কম্পিউটার চুরি

তিন শিক্ষককে দেখে নেয়ার হুমকি সহকারী রেজিস্ট্রারের, শিক্ষক সমিতির নিন্দা

  © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরিকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি এবং কর্মকর্তা কর্তৃক তিন শিক্ষককে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রবিবার (৩০ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারন সম্পাদক মো. রাকিবুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম খান এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাজিউর রহমানকে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জনাব নজরুল ইসলাম কর্তৃক ভয়ভীতি প্রদশন ও দেখে নেওয়ার হুমকির ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় হলো একটি সার্বজনীন প্রতিষ্ঠান এবং শিক্ষক ও শিক্ষার্থীরা হলো এর প্রাণ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় একটি নিবিড় জ্ঞানচর্চার প্রতিষ্ঠানে পরিণত হয়। এখানে কর্মকর্তা ও কর্মচারী শিক্ষক শিক্ষার্থীদের সহায়ক শক্তি, কোনোভাবেই পরিপূরক বা প্রতিপক্ষ নয়।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ফেব্রুয়ারি লাইব্রেরী ভবন থেকে ৪৯টি কম্পিউটার চুরি এবং উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করে আসছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমিতি মনে করে ব্যক্তির দায় ব্যক্তিকেই নিতে হবে। এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মো. আব্দুল কুদ্দুস মিয়া, প্রফেসর ড. আব্দুর রহিম খান এবং ড. মো. রাজিউর রহমানকে জনাব নজরুল ইসলাম কর্তৃক ভয়ভীতি প্রদর্শন ও দেখে নেওয়ার হুমকির প্রেক্ষিতে গত ২৭/০৮/২০২০ তারিখে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২৯/০৮/২০২০ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।


সর্বশেষ সংবাদ