৩০ আগস্ট ২০২০, ১৭:৩৯

ডুয়েটের সঙ্গে কাজ করবে গাজীপুর সিটি কর্পোরেশন

  © ফাইল ফটো

গাজীপুরকে আধুনিক সিটি উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারপ্লান প্রনোয়নের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাথে একটি যৌথ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বৃহস্পতিবার ডুয়েটের উপাচার্য অফিসে এ যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন, রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, একটি দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে গাজিপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও বসবাস যোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডুয়েটের সাথে আমরা একসাথে কাজ করতে আগ্রহী। এ চুক্তির মাধ্যমে দেশের উন্নয়নের সাথে ডুয়েট সরাসরি সম্পৃ্ক্ত হলো।

বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ডুয়েটের এই চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে আমরা উন্নত রাষ্ট্র গঠনে আমাদের অবদানকে সকলের সামনে তুলে ধরতে পারবো ।