স্মার্টফোন কিনতে লোন পাচ্ছেন ডুয়েট শিক্ষার্থীরা

অনলাইন ক্লাস করতে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে লোন দিচ্ছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। আগ্রাহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৬ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

আজ বুধবার (১২ আগস্ট) ডুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে (duet.ac.bd) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. আসাদুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশ করেছে।

নোটিশে বলা হয়েছে, অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে যে সমস্ত শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য নেই তাদের সফটলোনের আওতায় স্মার্টফোন সুবিধা গ্রহণ করতে আগামী ১৬ আগস্টের এর মধ্যে আবেদন করতে হবে। আগ্রহী শিক্ষার্থী অনলাইনে গুগল আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ