বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরি: পুলিশ হেফাজতে ৪ জন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরির ঘটনায় চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ হেফাজতে নেয়া চারজন হলেন- সহকারি নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, গার্ড নাসিম, মো. আমিনুর রহমান এবং ননিগোপাল রায়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে কম্পিউটার চুরির ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। তদন্ত কমিটিকে চুরির ঘটনার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত গার্ডদের মধ্যে যারা অনুপস্থিত ছিলেন তাদের অনুনোমোদিত ছুটিতে থাকার বিষয়টিও তদন্ত করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছিলেন গত ২৩ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন সিকিউরিটি গার্ডের মধ্যে ২০ জন কোনো ধরনের ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।