ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে মাভাবিপ্রবি
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৭:৩৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২০, ০৭:৩৪ PM
মুজিববর্ষ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যায়গায় প্রায় ৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক এবং ইএসআরএম বিভাগের অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মাসুদার রহমান, জননেতা আব্দুল মান্নান হল প্রভোষ্ট অধ্যাপক ড. পিনাকী দে।
এছাড়া ইএসআরএম বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন, ক্লাবের যুগ্ম-আহবায়ক সম্রাট হোসাইন, আসলাম হোসাইন ও মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন বিভাগের চেয়ারম্যান ড. মীর মো. মোজাম্মেল হক।
মাভাবিপ্রবি গ্রীণ ক্লাবের আহবায়ক মানিক শীল বলেন, বৈশ্বিক উষ্ণায়নের সমস্যা সমাধানে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ প্রকৃতির বন্ধু। মুজিববর্ষ উপলক্ষে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।