ফের অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়াল বশেমুরবিপ্রবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ ফের বৃদ্ধি করা হয়েছে। এর আগে প্রকল্পটি ২০২১ সালের জুনের মধ্যে শেষ করার কথা ছিলো।
প্রকল্পের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভুইঁয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতির কারণে সকল প্রকল্পেরই মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি শিক্ষা সচিবের সাথে হওয়া এক বৈঠকে আমাদের প্রকল্পের মেয়াদও দুই বছর বৃদ্ধি করা হয়েছে।
পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এক বছর সময়সীমা বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে এবং এই সময়সীমা শেষ হলে আরো এক বছর বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্রকল্পটি ২০২৩ এ শেষ হবে।
প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক বলেন, যেসকল কাজ এখনো শুরু হয়নি সেগুলো দ্রুত শুরু করা হবে। আর বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের জন্য ট্রাস্টি বোর্ড এবং প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার চেষ্টা করছি।
এদিকে, আবারও প্রকল্পের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় অনেকটাই হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ বলেন, "বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় হলেও অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত দিক থেকে অনেক পিছিয়ে আছে। দিনের পর দিন অনেক কিছু নির্মাণাধীন দেখানো হলেও তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি।"
সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান আরা আঁখি বলেন, "এটা হতাশার বিষয় যে এতদিনেও আমাদের বিশ্ববিদ্যালয়ের তেমন কোনো উন্নয়ন হয়নি। তবে যেহেতু প্রকল্পের সময় আবারো বৃদ্ধি পেয়েছে আশা করবো এই সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। পুনরায় সময় বৃদ্ধি করা হবেনা।"
উল্লেখ্য, বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পটির অধীনে একাডেমিক ভবন, ছাত্র হল, ছাত্রী হল, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার সহ বেশ কিছু অবকাঠামো নির্মাণ করা হবে। এই প্রকল্পটির মেয়াদ ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিলো এবং ২০১৮ সালে সম্পন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু পরবর্তীতে এর মেয়াদ ২০২১ এর জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিলো।