বশেমুরবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ শরাফত আলী
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৩:২৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২০, ০৭:৫৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শরাফত আলীকে নিয়োগ দেয়া হয়েছে। তাকে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নূর উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং(বিজিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শরাফত আলীকে শিক্ষার্থী উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হল। পরবর্তী আদেশ না আশা পর্যন্ত এ আদেশ বলবত থাকবে। এ আদেশ তার যোগ দানের তারিখ হতে কার্যকর হবে।
উল্লেখ্য এর আগে শিক্ষার্থী উপদেষ্টা হিসাবে দায়িত্বে পালন করেছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মসিউর রহমান
এ বিষয়ে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থী উপদেষ্টা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চেষ্টা করবো যাতে শিক্ষার্থীরা নিজের বাবা-মায়ের নিকট যেকোনো সমস্যা তুলে ধরতে যতটা স্বচ্ছন্দ বোধ করে আমার নিকট সমস্যাগুলো তুলে ধরতেও ততটাই স্বচ্ছন্দ বোধ করে।