২১ জুন ২০২০, ২১:০৪

নোবিপ্রবি শিক্ষকদের আর্থিক সহায়তায় সমাধান হবে মেস ভাড়া সংকট

  © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের এক দিনের বেতন দিয়ে তহবিল গঠন করে সেই টাকায় শিক্ষার্থীদের বর্তমান বাসা ভাড়া সংকট দূর করা হবে। সকল শিক্ষকের অনুমতিক্রমে শিক্ষক সমিতি তহবিল গঠন করবে বলে জানিয়েছেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাজনুর রহমান সবুজ। আজ রবিবার (২১ জুন) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান তিনি।

বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং ছাত্রনেতাদের আলোচনার কেন্দ্রবিন্দু অনাবাসিক শিক্ষার্থীদের মেসভাড়া সংকট। করোনা মোকাবেলায় কয়েক মাস ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করার ফলে তাদের এই সংকট তৈরি হয় বলে জানা গেছে।

এদিকে শিক্ষার্থীরা মেসে অবস্থান না করলেও বাসা মালিকরা ভাড়া আদায়ে নিয়মিত চাপ দিয়ে যাচ্ছেন। তবে মেসে না থাকায় শিক্ষার্থীরা আগের মত ভাড়া পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে মালিক-শিক্ষার্থীদের মধ্যে বিরোধ আলোচনায় আসলে বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রশাসন এটি সমাধানে নানা উদ্যোগের কথা জানায়। তবে বাসা ভাড়া পরিশোধের তারিখ বিলম্বিত করা ছাড়া এখন পর্যন্ত বিশেষ কোন সমাধান দিতে পারেনি উভয় প্রশাসন মিলে।

শিক্ষক-শিক্ষার্থীদের নানা আলোচনা-সমালোচনার মুখে গতকাল শনিবার (২০ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে এই সমস্যা সমাধানের প্রস্তাব রাখেন বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা হল প্রভোস্ট ও বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহীন কাদির ভূঁইয়া। তিনি ছাত্র-ছাত্রীদের কল্যাণ ফান্ডের পাশাপাশি শিক্ষক নেতৃবৃন্দের নিকট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ন্যায় শিক্ষক, কর্মকর্তাদের এক অথবা দুই দিনের বেতন দিয়ে শিক্ষার্থীদের এই সংকট সমাধান করার জন্য প্রস্তাব করেন।

তিনি জানান, এই পরিস্থিতি বিদ্যমান থাকাকালীন প্রত্যেক মাসে শিক্ষক এবং কর্মকর্তাদের বেতন থেকে এই সহযোগিতার মাধ্যমে প্রতিমাসে শিক্ষার্থীদের এই সংকট নিরসন করা যায়। এতে ছাত্র-ছাত্রীদের কল্যাণ ফান্ড ছাড়াও প্রায় ৬ লক্ষ টাকা দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যাবে। এই বিষয়ে জিজ্ঞেস করলে নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজনুর রহমান সবুজ এই প্রস্তাবনার সাথে একমত পোষণ করেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপকমাজনুর রহমান সবুজ আজ রবিবার (২১ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকদের অনুমতিক্রমে ১ দিনের বেতন কেটে নিয়ে তহবিল গঠন করা হবে। সেই টাকা অসচ্ছল শিক্ষার্থীদের মেসভাড়া সমস্যা সমাধানের জন্য ব্যয় করা হবে।

তবে এভাবে শিক্ষকদের একদিনের বেতন প্রদান কোনো দীর্ঘ মেয়াদী সমাধান নয় বলে মন্তব্য করেছেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি। এর আগে নোবিপ্রবি শিক্ষকদের একদিনের বেতন দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তার প্রশংসা করে তিনি বলেন, আমরা কেউই জানি না কতদিন পর্যন্ত এ অবস্থা চলমান থাকবে। সকল শিক্ষক ধারাবাহিকভাবে এই সহায়তায় অংশগ্রহণ করতে যেকোনো সময় ই অপারগতা প্রকাশ করতে পারেন বা সব সময় অংশ নিতে পারবেন না।

তিনি বলেন, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মের মধ্যে থেকে সর্বোচ্চ সহায়তার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। শিক্ষকদের বিভিন্ন প্রস্তাব এসেছে, সেসব নিয়ে প্রশাসন ভাবতে পারে, পাশাপাশি এমপি মহোদয়, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী মহল এবং মেস মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানের দিকে এগুলে শিক্ষার্থীদের সবচেয়ে ভালো উপকার হবে বলে মন্তব্য করেন তিনি।