শপিংয়ের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উপহার
দেশের মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের উপলক্ষ হয়ে আসে এই দিনটি। বিশেষ করে শিশু-কিশোররা এই দিনে বেশি আনন্দে মেতে ওঠে।
তবে এক্ষেত্রে ব্যতিক্রম সুবিধাবঞ্চিত পথশিশুরা, জীবনের প্রয়োজনে ছোটবেলা থেকেই ছুটে বেড়ানো এসব শিশুদেরকে খুব কম সময়ই ঈদের আনন্দ স্পর্শ করে। আর তাই এসকল শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী।
ব্র্যাক বিশ্ববিদ্যাল, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী তাদের শপিংয়ের টাকা বাঁচিয়ে ১৭ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দিয়েছেন। এছাড়া ৫৯ জনকে খাবার প্রদান করেছেন।
এ বিষয়ে উদ্যোগে গ্রহণকারীদের একজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জাওয়াদ খান রাদ বলেন, ‘ঈদ মানে আনন্দ, কিন্তু সুবিধাবঞ্চিত শিশুরা খুব কম সময়ই এই আনন্দে মেতে ওঠার সুযোগ পায়। তাছাড়া এ বছরের ঈদ করোনাকে সাথে নিয়ে। তাই আমরা বন্ধুরা ঈদে নতুন পোশাক কেনা থেকে শুরু করে প্রতিবছর যে আনন্দে, উচ্ছ্বাসে মেতে উঠি তা এবার স্বেচ্ছায় বিসর্জন দিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদে পাওয়া টাকার সঙ্গে কিছু জমানো টাকা দিয়ে সাধ্যের মধ্যে কিছু অভাবী শিশু-কিশোরকে নতুই পোশাক কিনে দেবো। আনন্দের বিষয়, আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে স্বাগত জানিয়ে কিছু বিত্তবান মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’
ফলস্বরূপ ভাবনার তুলনায় কিছু বেশি সংখ্যক শিশু-কিশোরকে নতুন পোশাক কিনে দিতে পেরেছেন বলেও জানান তিনি।