যবিপ্রবি ল্যাবে আরও ৫৬ করোনা রোগী শনাক্ত
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ মে ২০২০, ০৬:০২ PM , আপডেট: ১৬ মে ২০২০, ০৬:১২ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার এই জানিয়েছে করেছে কর্তৃপক্ষ।
যবিপ্রবি সূত্র জানায়, ১৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৬টিতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে যশোরে ১৭ জন করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার যশোরের ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, চুয়াডাঙ্গার ১২৩ জনের নমুনার মধ্যে ৩৮ জনের এবং ঝিনাইদহের ৩ জনের নমুনা পরীক্ষা করে এক জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
প্রসঙ্গত, যবিপ্রবি ল্যাবে গত দুইদিনে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজিটিভ এবং ১০৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।