কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল নোবিপ্রবি ছাত্রলীগ
করোনায় লকডাউনের প্রভাবে দেশের প্রান্তিক কৃষকরা পর্যাপ্ত শ্রমিক সংকটে রয়েছেন। কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে নোয়াখালীতে এক প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শনিবার (২ মে) জেলার সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নে এক অসহায় কৃষকের ৩৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা ওই কৃষকের কাটা ধান বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান নাঈমের নেতৃত্বে তার অনুসারী শাখা ছাত্রলীগকর্মী শামীম রেজা, আজিজুল হক সুজন, মাহফুজ, প্রিয়ম ও আশিকসহ প্রায় ১৫ জন নেতাকর্মী এই সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ নেন।
শাখা ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান নাঈম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের দেশব্যাপী কর্মসূচি পালনে নোবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা এই সহযোগিতা কার্যক্রম হাতে নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ এই কর্মসূচীর ঘোষনা দিয়েছেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আজ ধর্মপুর ইউনিয়নে অসহায় কৃষকের ধান কাটতে সহযোগিতা করেছি। প্রতিষ্ঠালগ্ন থেকে যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ এদেশের জনগনের পাশে দাঁড়িয়েছে।