০১ মে ২০২০, ১৬:৫৬

ইফতারসামগ্রী বিতরণ করেছে নোবিপ্রবি লিও ক্লাব

  © টিডিসি ফটো

করোনাভাইরাস সঙ্কটে নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন ‘লিও ক্লাব অব নোবিপ্রবি রয়েল কিংস’।

আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের ১৪টি পরিবারের মাঝে ইফতারসমাগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের ভাইস প্রেসিডেন্ট লায়ন রেজওয়ান কারিম।

ইফতারসমাগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, মুড়ি, লবন, সাবান ও খেজুরসহ প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি পরিমাণ খাদ্যসামগ্রীর প্যাকেট।

এসময় উপস্থিত ছিলেন ‘লিও ক্লাব অব নোবিপ্রবি রয়েল কিংস’র সভাপতি লিও হাসিব আল আমিন। এতে সার্বিক তত্বাবধান করেছেন ক্লাবটির এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ।

লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ বলেন, ‘মহামারী কোভিড ১৯ এর কারনে দেশের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে আমরা সাধ্যমতো থাকার চেষ্টা করছি।আশাকরি সমাজের সকলের উচিত এসব মানুষ গুলার পাশে দাড়ানো।’