করোনায় বুটেক্স শিক্ষার্থীদের একঘেয়েমি কাটাতে ব্যতিক্রমী অনলাইন কুইজ
- বুটেক্স প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৪:১৪ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৪:১৪ PM
করোনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের একঘেয়েমি কাটিয়ে চাঙা করতে অনলাইন কুইজ কম্পিটিশন আয়োজন করল বুটেক্সের ফ্যাশন্যোভেশন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত হয়ে গেল ‘ফ্যাশোনলেজ ফিয়েস্তা ২.০’ এর ফাইনাল রাউন্ড।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের গ্রুপ ‘ফ্যাশন্যোভেশন’ করোনার একঘেয়ে অবসর সময়টাকে অর্থপূর্ণভাবে কাজে লাগানোর জন্য জুম এপ্লিকেশনে আয়োজন করে এ ভিন্নধর্মী কুইজ প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম ব্যাচ, টিএফডি-৪৫ এর উৎসাহী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্যাশন এবং বেসিক ফ্যাশন উপাদান এর ধারণার উপর ভিত্তি করে এই চিত্তাকর্ষক কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতি দলে তিন জন করে মোট চারটি দল অংশগ্রহণ করে।
দলগুলোর নাম দ্যা কিংপিন্স, সার্স, ফুয়েগো এবং দ্যা কাউন্টারফেইটার্জ। বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগীয় ‘ফ্যাশনভিত্তিক অনলাইন কুইজিং’ ইভেন্ট এটিই প্রথম। প্রতিযোগিতায় দলগুলোকে মুখোমুখি হতে হয় ফ্যাশন বিষয়ক বিভিন্ন বুদ্ধিদীপ্ত প্রশ্নের।
দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনাল রাউন্ডে এসে টিম সার্স চ্যাম্পিয়ন হয়। টিম ফুয়েগো মাত্র ১০০ পয়েন্টের ব্যবধানে প্রথম রানার আপ হয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের ‘টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন’ (টিএফডি) বিভাগের শিক্ষার্থী কাজী ফারহান হোসেন পূর্ব এর হাত ধরে ‘ফ্যাশন্যোভেশন’ এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে।
তখন থেকেই বিভিন্ন শিক্ষামূলক ইভেন্ট আয়োজন করছে গ্রুপটি। গ্রুপটির প্রতিষ্ঠাতা এবং প্রতিযোগিতাটির সঞ্চালক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘করোনার এই অবসর সময়টা অনেক শিক্ষার্থীদেরকেই মনমরা করে দিচ্ছে। তাই সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা ফিরিয়ে আনতেই এই আয়োজন।’
তিনি বলেন, কুইজ প্রতিযোগিতাটিতে আমাদের পড়াশোনার ব্যাপারগুলো আকর্ষণীয়ভাবে উঠে আসায় যেমন অনেক কিছুই খেলাচ্ছলে শেখা হয়েছে, ঠিক তেমনিভাবে কেটেছে একটা আনন্দঘন সন্ধ্যা।’
চ্যাম্পিয়ন টিম সার্সের একজন অন্যতম সদস্য ফারহানা ইয়াসমিন রাইসা বলেন, ‘ফ্যাশন্যোভেশনকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে, স্বল্প সময়ের মধ্যে একটি অনলাইন কুইজের আয়োজন করার জন্য। সতিই চমৎকার এক অভিজ্ঞতা ছিল। ফ্যাশন জগতের ছোটোখাটো কিছু ধারণা অর্জনের পাশাপাশি গ্রুপের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টিতে চমৎকার উদ্যোগ ছিল।’