ডিসির সহায়তায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে বশেমুরবিপ্রবি
করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় প্রায় ৩৫ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এপ্লাইড কেমস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ সোমবার বিভাগটির নিজস্ব ল্যাবে চারজন শিক্ষক এবং দশজন শিক্ষার্থীর একটি টিম এ হ্যান্ড স্যানিটাইজার তৈরর কাজ শেষ করে।
এ বিষয়ে এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশ বেড়ে চলছে। পাশাপাশি ভাইরাস থেকে রক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদাও বেড়ে চলছে। অনেক জায়গায় হ্যান্ড স্যানিটাইজারের সংকটও দেখা দিয়েছে। এসকল কারণে জেলা প্রশাসনের সহায়তায় আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান জেলা প্রশাসকের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। আমরা মূলত তাদের ল্যাব এবং জনবল সহায়তা প্রদান করেছি।’
স্যানিটাইজার তৈরিতে অংশগ্রহণকারী এসিসিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বেই করোনাভাইরাস ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। গোপালগঞ্জেও অনেকে হোম কোয়ারেন্টেইনে রয়েছে। এরূপ পরিস্থিতিতে স্বল্প পরিসরে হলেও করোনা ভাইরাস প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।’
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশে ৩৩ জনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তিন জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।