কুয়েটের সেই ‘স্মার্ট’ চোর চুয়েটে ধরা!
চোখে চশমা, পরনে পাঞ্জাবী আর জিন্স প্যান্ট, কাঁধে ব্যাগ— ভদ্রবেশী এমন এক ‘স্মার্ট’ চোরকে আটক করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর দেড়টা দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে মারুফ হোসেন (৩৯) নামের ওই যুবককে আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ধারালো ছুরি, ভিন্ন ভিন্ন নামের পাঁচটি ডেবিট কার্ড, রডের ছোট অংশ, স্যানগ্লাস ও ম্যানিব্যাগসহ টাকাও উদ্বার করা হয়েছে।
এদিকে, গত বছর ( ১ ফেব্রুয়ারি, শুক্রবার) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের একটি কক্ষে থেকে ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ থেকে নগদ টাকা নিয়ে গিয়েছিল অপরিচিত এক যুবক। পরে হলের সিসিটিভিতে ঘটনাটি ধরা পড়েছিল। সেই সাথে যুবকের চেহারার সাথে চুয়েটের আটককৃত ব্যক্তির যথেষ্ট মিল খুঁজে পেয়েছেন শিক্ষার্থীরা। তবে কাকতালীয়ভাবে দুটি ঘটনাও ঘটেছে এমন সময়ে, যখন হলের ছাত্ররা জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, বঙ্গবন্ধু হলের ছাত্ররা জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চোরটি হলে প্রবেশ করে বিভিন্ন তলায় ঘুরাঘুরি করে বি-ব্লকের ৩০৬নং কক্ষে ঢুকেন। তখন ওই কক্ষের একজন আবাসিক ছাত্রকে উল্টোপাল্টা তথ্য দিলে শিক্ষার্থীটির তাকে সন্দেহ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র বিদ্যুৎ রায় জানান, ওই লোকটি রুমের দরজা খোলা পেয়ে ভেতরে ডুকেন। রুমে আমার বেড দরজার পেছনে হওয়ায় সেই ব্যক্তি আমাকে খেয়াল করেনি। এসময় আমি কার সাথে সাক্ষাৎ করতে আসছেন এমন প্রশ্ন করলে, সে অনিকের কাছে আসছে বলেন। অনিকের রুম নং কি ৪০৬? এই বলে লোকটি বাইরে চলে যায়। এরপর আমি তার পিছু নিলে দেখি লোকটি ৪০৬ নং রুমে না গিয়ে, নিচের তলায় চলে যাচ্ছে। তখন যেসব রুমের দরজা খোলা সেসব রুমে ঢোকার চেষ্টা করে আর সাথে মোবাইলে কারো সাথে কথা বলার ভান করে কানের সাথে লাগিয়ে রাখছে। কিন্তু যাওয়ার সময় সে বারবার সামনে-পিছনে ঘুরে ঘুরে থাকাচ্ছে।
বিদ্যুৎ রায় আরও জানান, এরপর হলের গেটে আমরা দু-তিনজন মিলে লোকটিকে জিজ্ঞাসা করলে সে ভুল তথ্য দিতে থাকে। তখনই সে যে চুরি করতে আসছে তা আমরা বুঝে গেলে তাকে আটক করে শিক্ষকদের জন্য অপেক্ষা করি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, হলের শিক্ষার্থীরা চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করলে পরে চুয়েট পুলিশ ফাঁড়ির প্রধানকে বিষয়টি অবহিত করি। এসময় পুলিশে এসে তাকে নিয়ে যায়।
এ ঘটনায় কোন প্রকার লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেন হলের প্রভোস্ট ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কেফায়েত উল্লাহ।