বুটেক্সে অনুষ্ঠিত হলো সায়েন্টিফিক পোস্টার কম্পিটিশন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ডাইজ এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সায়েন্টিফিক পোস্টার কম্পিটিশন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ রা মার্চ সকাল দশটায় ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পোস্টার কম্পিটিশন প্রোগ্রামটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম, ডিরেক্টর (অপারেশনস) টেক্সগ্রুপ এবং সঞ্চালক হিসেবে ছিলেন ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোস্তাফিজুর রহমান।
উক্ত প্রোগ্রামে মোট ১৫ টি সাইন্টিফিক পোস্টার উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রতিটি পোস্টার ঘুরে ঘুরে দেখেছেন এবং গুরুত্ত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রোগ্রামটি সকলের জন্য উন্মুক্ত ছিল।প্রতিযোগিতায় ১৫ টি গ্রুপ অংশগ্রহণ করে।বিচারকমণ্ডলীরা প্রতিটি গ্রুপের কাছ থেকে আলাদা আলাদা ভাবে পোস্টার এর বিষয়বস্তু শোনেন এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
১৫ টি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপকে প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হয়।বেস্ট পোস্টার হিসেবে নির্বাচিত হয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিস আজাদ। রঙ্গন ফুল হতে নেচারাল রং সংগ্রহ এবং টেক্সটাইলে এর প্রয়োগ নিয়ে কাজ করে নাফিস আজাদের গ্রুপ। প্রথম রানার্স আপ হিসেবে নির্বাচিত হয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশমি আশিক। রং এর টেকনিক্যাল মডিফাই এবং এর প্রয়োগ নিয়ে কাজ করে এই গ্রুপ। দ্বিতীয় রানার্স আপ আবদুল্লাহ ইবন আশেক। এই গ্রুপ টেক্সটাইল এবং অন্যান্য ইন্ডাস্ট্রির ব্যাবহৃত বর্জ্য কিভাবে সঠিকভাবে পরিবেশের উপর ক্ষতি না করে ব্যবস্থাপনা করা যায় তার উপর আলোপাত করা হয়েছে।বিজয়ীদের সার্টিফিকেট এবং যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা নগদ অর্থ মূল্যের সম্মানী দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন "এ ধরনের ব্যতিক্রমী প্রোগ্রাম একই সাথে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম একটিভিটিস এবং একাডেমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে"।
এছাড়াও অনুষ্ঠানের সভাপতি ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর ফরহাদ হোসেন সমাপনী বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহন প্রশংসনীয় এবং সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে বলে মন্তব্য করেন তিনি।