০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে বশেমুরবিপ্রবি প্রশাসনিক ভবনে তালা

আন্দোলন করছেন বিভাগটির শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশনা প্রত্যাখ্যান করে বিভাগটি অনুমোদন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে ইউজিসির এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে রাত ৯টা থেকে প্রশাসনিক ভবনের নিচে আন্দোলন শুরু করেন বিভাগটির শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, ‘এই বিভাগটি আমাদের অস্তিত্ব। আমরা চাইনা এই বিশ্ববিদ্যালয়ে বিভাগটি বন্ধ হয়ে যাক। আমাদের বিভাগকে ইউজিসি অনুমোদন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান জানান, ‘ইউজিসির আজকের মিটিংয়ে বিভাগটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই বশেমুরবিপ্রবিতে যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। বর্তমানে বিভাগটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।