৩১ জানুয়ারি ২০২০, ১৭:০৯

বশেমুরবিপ্রবিতে মানবাধিকার কমিশনের সদস্য সংগ্রহ শুরু

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশ্ববিদ্যালয় শাখা। গত ২৪ জানুয়ারি থেকে সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৫ ফেব্রুয়ারি কিাল পাঁচটা পর্যন্ত।

মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়েল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের যে কেউেএর সদস্য হতে পারবেন।মানবাধিকার কমিশন বশেমুরবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক স্বাক্ষরিত সদস্য ফরম বিতরণের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্হচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশ্ববিদ্যালয় শাখায় সদস্য সংগ্রহ চলছে। আগ্রহীরা সদস্য ফরম সংগ্রহ করুন। সদস্য সংগ্রহের দায়িত্ব আছেন পদার্থ বিজ্ঞান বিভাগের এস. এম আসিফ (০১৭৩৭৭৫৪৯২৫), ইতিহাস বিভাগের রাসেল (০১৯৮৩২১৩৯৫৭) এবং বাংলা বিভাগের শিক্ষার্থী তুয়া চৌধুরী (০১৩০৬৬৭১৭৯৫)।

উল্লেখ্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক মানবাধিকার বিষয়ক এবং নির্যাতন বিরোধী বৃহত্তর আন্তর্জাতিক প্রতিষ্ঠান। জাতিসংঘ মানবাধিকার সনদ (Bill of Rights) এর উপর ভিত্তি করে ১৯৮৭ইং সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তর এনজিও ব্যুরোর অধীনে রেজিস্টার্ড প্রাপ্ত হয়।

প্রতিষ্ঠানটির দেশে এবং বিদেশে ২৭২৫ টি শাখা রয়েছে। তন্মধ্যে ৪৩টি আন্তর্জাতিক শাখা বহির্বিশ্বে মানবতার সেবায় কাজ করছে। দেশের বৃহত্তর মানবাধিকার প্রতিষ্ঠানটির রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন, জাতিসংঘ সংস্থা ইউনেস্কো, ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস্, আফ্রিকান কমিশন অন হিউম্যান এন্ড পিপলস্ রাইটস্-এর নিবন্ধন ও স্বীকৃতি সহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের স্বীকৃতিপ্রাপ্ত।