১০ জানুয়ারি ২০২০, ১৬:১৩

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ডুয়েটের তিন শিক্ষার্থী

স্বর্ণপদক প্রাপ্ত তিন শিক্ষার্থী  © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর তিন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন । তারা হলেন-কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খাজা ইমরান মাসুদ, যন্ত্রকৌশল বিভাগের মো. রমজান আলী এবং পুরকৌশল বিভাগের কাজী আবু মঞ্জুর। পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তড়িৎ কৌশল অনুষদে প্রথম স্থান অধিকার করা খাজা ইমরান মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্নপদক ২০১৮’ এর জন্য মনোনীত হওয়ায় আমি সত্যিই অনেক আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার একার নয়। এই অর্জনের পিছনে কিছু কারিগর আছেন, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ভালবাসার প্রতিচ্ছবি এটি।

যন্ত্রকৌশল বিভাগের মো. রমজান আলী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পাওয়া ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। সকলের দোয়া আর আল্লাহ এর অশেষ রহমতে এটা সম্ভব হয়েছে। আমি আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা মহোদয় এবং শুভাকাক্সক্ষী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকরছি।’পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী আবু মঞ্জুর আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নিঃসন্দেহে এটা শিক্ষা জীবনের বড় পাওয়া। এই অর্জনে আমার শিক্ষক, বন্ধু, পরিবারের অনুপ্রেরণাই সহায়তা করেছে।’

উল্লেখ্য , বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য এবার ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।