হাল্ট প্রাইজ প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন টিমের মিলল চীনের টিকেট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর দ্বিতীয় আসর। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের নোবেলখ্যাত এই বিজনেস আইডিয়া কম্পিটিশনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার। নোবিপ্রবি’র ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর উদ্যোগে এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্যা ডেইলি ক্যাম্পাস।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর এনফাইবার (Nfiber) টিম। আর রানার্সআপ হয় একই ইনস্টিটিউটের উইমেন এমিনিটিস (women eminities) টিম। ফলে চ্যাম্পিয়ন দল পেল চীনে তাদের আইডিয়া উপস্থাপনের সুযোগ এবং রানার্সআপ দল ভারতের মুম্বাইয়ে আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিজয়ী দলের আইডিয়া চূড়ান্তভাবে নির্বাচিত হলে দলটি তাদের বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য পাবে এক বিলিয়ন ডলার; যা বাংলাদেশী টাকায় প্রায় আট কোটি।
নোবিপ্রবি ক্যাম্পাসে মঙ্গলবার থেকে শুরু হয় শিক্ষার্থীদের নোবেলখ্যাত এই বিজনেস আইডিয়ার কম্পিটিশনের প্রথম রাউন্ড। এতে ৩৪টি টিম অংশগ্রহণ করে। এই পর্ব থেকে ছয়টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়। তারা আজ চূড়ান্ত পর্বে অংশ নেন। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে চূড়ান্ত পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদারুল আলম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আইআইএসর ডিরেক্টর ড. আবদুল্লাহ-আল মামুন, হাল্ট প্রাইজের আহ্বায়ক শামীমা ইয়াসমিন,রাজেশ কুমার দাশ,ইমদাদুল ইসলাম, আব্দুল করিম এবং জুরিবোর্ড সদস্যগণ প্রমুখ। পরে বিকালে চূড়ান্ত পর্বে বিজয়ীদের নাম ও সনদ বিতরণে মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।
হাল্ট প্রাইজ জাতিসংঘ, বিল ক্লিনটন ইনিসিয়েটিভস এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের যৌথ আয়োজন, যা বিশ্বের ১০০-এর অধিক দেশে আয়োজিত সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা। গত বছর থেকে দেশে প্রথমবারের মতো নোবিপ্রবিতে এটি অয়োজন করছে। এবার বসলো এটির দ্বিতীয় আসর। গত বছরও চ্যাম্পিয়ন টিম চীনে এবং রানার্সআপ টিম মুম্বাইয়ে আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।